"Camtasia 9 ব্যবহার করতে সমস্যা হচ্ছে?
"Camtasia 9 ব্যবহার করতে সমস্যা হচ্ছে? নিন Camtasia 8.1.2"
এই পোস্ট টি আমি কোনো অ্যাপ বা ওয়েবসাইট রিভিউ নিয়ে লিখিনাই।
পোস্ট লিখেছি Camtasia 8 এর ডাউনলোড লিংক নিয়ে।
আমি নিজেই Camtasia ব্যবহার করি। কিন্তু দুর্ভাগ্যবসত Camtasia 9 ব্যবহার করতে পারি না।
Camtasia 9 এ ভিডিও বানানোড় সময় সেই ভিডিও প্লে হয় ঠিকই। কিন্তু তা দেখা যায় না।
এই সমস্যা নিয়ে অনেক কেই নক করেছি।
তারা বলেছে PC Accessories আপডেট করতে হবে। কিন্তু আমি তো ভাই ওত বড় ইউটিউবার না। অত টাকাউ নেই। তাই অন্য পথ খুজছিলাম।
তারপর ভাবলাম Camtasia 8 ব্যবহার করলে মনে হয় কাজ হতে পারে।
অনেক কেই Camtasia 8 এর জন্য নক করেছি। কেউ ডাউনলোড লিংক দিতে পারেনি।
ইউটিউব বা অন্যান্য জায়গাতে সার্চ করে যে ভিডিও গুলো পেয়েছিলাম। সেগুলোর লিংক ও চেঞ্জ হয়ে গেছে।
তবে অনেক কষ্টে Camtasia 8 খুঁজে পেয়েছি।
সেটি এখন ব্যবহার করছি। স্ক্রিন রেকর্ড সহ ভিডিও এডিট করছি কোনো সমস্যাই হচ্ছে না।
Camtasia 8 টি আমি গুগল ড্রাইভে আপলোড করেছি।
আপনাদের সাথে শেয়ার করার জন্যে।
ভাবলাম আমার মত অনেকেই থাকতে পারে যাদের PC কনফিগারেশন লো লেভেলের জন্যে Camtasia ব্যবহার করতে পারেন না।
তাই আপনাদের সাথে শেয়ার করছি।
সফটওয়্যার টি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন=https://drive.google.com/…/1va9iniwreHDg_zPWsYk5Q0Aawn…/view। (সাইজঃ- ২৪০ মেগাবাইট)
আমি জানি আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারবেন।
No comments