জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে আমরা কি কি তৈরি করতে পারব ?

জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে আমরা কি কি তৈরি করতে পারব ? 
1. জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে আপনি Modern Interactive web page / Website তৈরি করতে পারবেন ।
2. জাভাস্ক্রিপ্ট এর একটি Frame Work Node.js ব্যাবহার করে আপনি ওয়েব সার্ভার তৈরি করতে পারবেন ।
3. Ract Native এর সাহায্যে জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে আপনি Android অ্যাপ ও iPone অ্যাপ বানাতে পারবেন ।
4.Express.js এর সাহায্যে জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে আপনি Cross Platform Desktop Software বানাতে পারবেন ( Linux , Windows , Mac) ।
5.HTML5 এর সাথে জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে আপনি Game বানাতে পারবেন ।
6.জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে আপনি Problem Solving ও Algorithms তৈরি করতে পারবেন ।
এছাড়াও জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করে আপনি আরও অনেক কিছু বানাতে পারবেন । 

No comments

Powered by Blogger.