খুব সহজে মনিটাইজেশন পাবার জন্য করনীয়।


খুব সহজে মনিটাইজেশন পাবার জন্য করনীয়।।
মনিটাইজেশন কি সেটা আমরা সবাই জানি। তাই মনিটাইজেশন পাবার জন্য কি কি কাজ করতে হবে সেই বিষয়ে ধারণা দিবার চেষ্টা করবো।।
১/    ১০০০ সাবসক্রাইবার লাগবে। লাস্ট ১ বছরে।
২/   ৪০০০ হাজার ঘন্টা ওয়াস টাইম লাগবে।
এই দুইটা ছিলো ইউটিউবের শর্ত।
কিন্তু আরো অনেক বিষয় খেয়াল করা দরকার।
৩/  চ্যানেল টি পরিপাটি থাকতে হবে। যেমন কাস্টমাইজ কর থাকতে হবে।
৪/  ভিডিও কোয়ালিটি সম্পন্ন থাকতে হবে।
৫/  ভিডিও তে কন্টেন্ট থাকতে হবে।
৬/  ভালো থাম্বিলাইন তেরি করতে হবে।
৭/  ভিডিও তে লাইক এবং ডিস লাইক। কমেন্ট থাকতে হবে।
৮/  খুব সহজে পাবার জন্য ফেস ভিডিও তৈরি করতে হবে।
৯/   যারা ফেস ভিডিও তৈরি করতে পারেন না।। তাদের থাম্বিলাইন বেশি ভাল করতে হবে।
১০/  নিজের ভিডিও হলে ১/২ দিনে পাওয়া সম্ভব।।।

No comments

Powered by Blogger.