গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স ডিজাইন কি?
আপনার মনে প্রশ্ন জাগ‡Z cv‡i -  গ্রাফিক্স ডিজাইন আসলে Kx ?
আচ্ছা তার আগে আমাকে বলু‡Zv -   এমন কিছু Kx  আছে যাতে গ্রাফিক্স ডিজাইন নেই?
 সব কিছুতে ডিজাইন আছে, পৃথিবী-পৃথিবীর বাইরে সব কিছুতেই একটা ডিজাইন আছে। তা প্রাকৃতিকভাবে হোক বা কৃতিমভাবে। আপনি হয়ত তা দেখার চেষ্টা করছেন না বা খেয়াল করছেন না। একটু খুজে দেখুন কোন জিনিসটায় ডিজাইন নেই?
SO, ALMIGHTY IS CALLED THE BEST DESIGNER WHO PERFECTLY DESIGNED EBERYTHING.
 এবার আসুন সংজ্ঞায় দেয়ার চেষ্টা করি……………………….
নিজের মত করে সংজ্ঞা দিচ্ছি…………আসলে গ্রাফিক্স ডিজাইনের সংজ্ঞা এক কথায় দেওয়া সম্ভব নয়..তারপরও চেষ্টা করছি.. যা কিছু DESIGNED সবই গ্রাফিক্স ডিজাইন
একটি ক্রিয়েটিভ প্রসেস যা আর্ট এবং টেকনোলজী এর সমন্বয়ে আইডিয়াগুলো প্রকাশ করে তাকে গ্রাফিক্স ডিজাইন বলে
বিখ্যাত ডিজাইনার Neville Brody এর মতে------
-ডিজাইন প্রয়োজনসমূহ, তথ্য এবং কালারের এমন একটি সংশ্লেষন যা এর অংশসমূহের সমষ্টির থেকেও বেশি কিছু তৈরি করে
 (wZwb তার এই সংজ্ঞার জন্য কয়েকটি আন্তর্জাতিক পুরুষ্কারও ‡qছেন
 তিনি এই সংজ্ঞায় অনেক কিছু বোঝাতে চেষ্টা করেছেন) উপরের সংজ্ঞাগুলো বিশ্লেষন করলে যা পাই তা হল গ্রাফিক্স ডিজাইন এমন একটি বিষয় যার মাধ্যমে আপনার মনের ভাব, কিছু প্রয়োজন, তথ্য কালারের সমন্বয়ে আর্ট টেকনোলজীর সাহায্যে উপস্থাপন করতে পারবেন। উপরের সংজ্ঞাগুলোয় আসলে টেকনিক্যাল দিকগুলো ফুটে ওঠে যা হয়তো কারো কারো কাছে বুঝতে কঠিন  মনে  হতে পা
আরওএকটু সহজ করে দিই..Nothing is better than exampleআপনি হয়তো লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, eyK Kvfvi, ইন্টেরিওর-এক্সটেরিওর ডিজাইনের কথা শুনে থাকবেন একটা লোগোতে একটা কোম্পানীর বিষয়বস্তু/নাম/বর্ননা/কাজ ইত্যাদি ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়
একটা বিজনেস কার্ডে ডিজাইনের মাধ্যমে একজন বিজনেসম্যান এর বিভিন্ন তথ্যগুলো দেওয়া হয়
Abyiæcfv‡e একটা ইন্টেরিওর বা এক্সটেরিওর ডিজাইনে একটা বাড়ি বা প্রতিষ্ঠানের ডিজাইন করা হয় এরকম উদাহরন আরও দেয়া যায়..আস্তে আস্তে পাবেন এগুলো সবই গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন কেন? গ্রাফিক্স ডিজাইন এর সংজ্ঞাই যেহেতু মৌলিকভাবে দেয়া যাচ্ছে না অর্থাত নির্দিষ্ট করে দেয়া যাচ্ছে না, আপনার প্রশ্নের উত্তরও নির্দিষ্ট করে দিতে হিমশিম খেতে হয়! উপরের কথাগুলো বিশ্লেষন করলেই আপনি হয়ত আপনার উত্তর পেয়ে যাবেন। আবারও বলছি আপনার আশেপাশের বস্তুগুলো ভালোভাবে লক্ষ্য করুন দেখুন তাতে একটি ডিজাইন আছে এবং তা একটি অর্থও প্রকাশ করছে এবং তার একটি প্রয়োজনও আছে।মূলত বিষয়গুলোর জন্যই গ্রাফিক্স ডিজাইন। সৃষ্টির শুরু থেকেই সবকিছুতে ডিজাইন ছিল..ডিজাইন হচ্ছে.. ডিজাইন হবে মানুষের হাতে ডিজাইন করা শুরু হয় আনুমানিক খ্রিষ্টপূর্ব ৫০০০ বছর আগে থেকে। তবে নিদর্শন হিসেবে বিভিন্ন গুহায় যে প্রমান পাওয়া যায় তাতে বলতে হয় এর শুরু অনেক আগে থেকেই। আর এটা শুরু ‡qছে মানুষের প্রয়োজনেই। খ্রিষ্টপূর্ব ১২০০ বছর আগের একটি নিদর্শন মিউজিয়ামে সংরক্ষিত আছে যেটিই মানুষের হাতে সবচেয়ে আগের জটিল ডিজাইন বলে ধারনা করা হয়
 আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আর সেদিনের কথা একবার চিন্তা করুন অনেক কিছু ডিজাইন করা ‡qছে..অনেক নতুনত্বের সৃষ্টি ‡qছে সুন্দর থেকে সুন্দরতর! সবই মানুষের প্রয়োজনে। আগে করা হত মাটিতে, পাতায়, খাতায় আর এখন করা হয় ডিজিটাল পদ্ধতিতে আরও সুন্দর করে এত বকবক করার মূল কারY হল..
 গ্রাফিক্স ডিজাইন/ডিজাইন মূলত মানুষের প্রয়োজনেই তা মনের খোরাক মেটানোর জন্য হোক বা পেশাMZ হোক বা ব্যবসায়িক কারY হোক মূলত মানুষের প্রয়োজনেই ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন কিভাবে শুরু করবেন?
এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিতে চাইমানুষ জন্মের সময় কিছু নিয়ে আসে না সবই তাকে অর্জন করে নিতে হয় আপনি কিছু জানেন না..মনে করুন আপনার এখন জন্ম ‡Qছে. আপনিও আপনার অর্জন করার যাত্রা শুরু করুন, মন দিয়ে চেষ্টা করুন অবশ্যই সফল হবেন।

No comments

Powered by Blogger.