ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইনিং ও ওয়েব ডেভেলপমেন্ট
ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইনিং ও ওয়েব ডেভেলপমেন্ট
GRAPHICS DESIGN | WEB DESIGN | WEB DEVELOPMENT | CAREER | FREELANCING | GUIDELINE | HOW TO START FREELANCING | FREELANCING PROPER GUIDELINE
ক্যারিয়ার হিসেবে আমাদের ছেলে মেয়েদের আসলে এইসব এর আগে ক্যারিয়ার এর বেসিক টা জানা খুবি দরকার। আজকের দিনে এই ফটোশপ, ওয়ার্ডপ্রেস, এইচটিএমেল এইসব শিখা আজকাল আসলেই ওয়ান টু এর ব্যাপার। রিয়ালি। আমি শিখেছি সেই ২০০৯ এ, যখন এমন কি কোন মান সম্মত ভিডিও পর্যন্ত ছিল না ট্রেইনিং তো দুউউউউর কি বাত। অতো মেধাও ছিলনা তখন, ছিলনা সুলভ ইন্টারনেট। কিন্তু আজকের দিনে শেখা টা হয়েছে ভাত খাওয়ার মতো ইজি। কিন্তু এই শিখে কি করব, কিভাবে করব আর করার অনেক গুলি উপায়ের মধ্যে সঠিক উপায় কোনটি সেটা জানাটাই আমার কাছে বেশি দরকারি বলে আমরা মনে হয়।
কমিউনিকেশান, ইন্টারনেট এবং অনলাইন জগত সম্পরকে সাধারণ গ্যান, ইংরেজিতে দক্ষতা, পসিটিভ এবং কনভিন্সিং কথা বলতে পারার যোগ্যতা, চালাকির সাথে কাজ করতে পারা, ব্রেইন টাকে যথাযথ ভাবে ব্যাবহার করা, সর্বোপরি লাইফ নিয়ে বড় পরিকল্পনা ধারণ করার ক্ষমতা থাকা টা খুবি বাঞ্ছনীও যদি আপনারা গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান।
আমি বেশ কয়েকটা প্রফেশনাল গ্রুপ লিড করি তাই বেপার গুলি খুব ভালো ভাবে উপলব্ধি করি! আবার
গ্রাফিক্স ডিজাইনঃ
আসলে গ্রাফিক ডিজাইন মুল শব্দ টি ছোট হলেউ এর ব্যাপ্তি অনেক। একটা লোগো ডিজাইন করা থেকে শুরু করে ডিজনির জন্য অ্যানিমেটেড মুভি বানানও গ্রাফিক্স এর আওতায় পড়ে। অধিকাংশ রা মনে করে বেসিক গুলি নিয়েই থাকি, কিছু পয়শা কামালেই মনে করে এই আছি বেশ। তার পর সে হয়ে যায় প্রফেশনাল লোগো ডিজাইনার, কিন্তু সময়ের সাথে যখন তার চাহিদা কমে যায় কিংবা সহজলভ্যতা বেড়ে যায় যায় তখন সে আবার বেকার হয়ে পরে, নতুন করে শেখার ও আর ধৈর্য থাকে না বা মনোবল ভেঙ্গে যায়।
তাই যারা এই প্রফেশন এ ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন, তারা বেসিক থেকে শুরু করলেউ আস্তে আস্তে অ্যাডভানস এর দিকে জেতে থাকবেন। শুরু তেই জানুন জিনিস টা কি। তার পর নিজেকে জিজ্ঞেস করুন আপনার চিন্তার ধরন, চেতনা, ক্রিয়েটিভিটি লেভেল কতো টুকু আর তা কতো দূর পর্যন্ত বুস্ট করতে পারবেন?
যদি সব জানার পর মনে হয় আপনার মাথায় দিনে কয়েক শ নতুন আইডিয়া জেনারেট করা কোন ব্যাপার হবে না আর ব্রেনের এই প্রেশার কে আপনি খুব ভালো ভাবে নিতে পারবেন সামনে তাহলে ডিজাইন পেশা আপনার জন্য। কারণ ইদানীং মার্কেটে এটা অনেক চ্যালেঞ্জিং আর ইজি একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি চাইলে যে কোন ডিজাইন সফটওয়ার ৭ দিনেই শিখে ফেলতে পারবেন। অনেকটা মুভি দেখে সিনেমার কাহিনী বলে দেয়ার মতো। আর এটাকেই মানুষ মনে করছে প্রফেশন।
ব্যাপার টাকে আমরা গাড়ী চালানোর সাথে তুলনা করতে পারি। গাড়ি চালাতে গাড়ির কন অংশ কি তা আগে জানানো হয়। তবে এটা জেনেই যদি নিজেকে একজন দক্ষ ড্রাইভার ভাবতে শুরু করেন তাহলে বুঝতেই পারছেন, আপনার মতো আহাম্মক আর দুনিয়ায় নাই। কারণ ড্রাইভিং ব্যালেন্স করা আর গাড়ির পার্টস এর নাম মুখস্ত করা এক না। ঠিক যেমন চাইলে আপনি বই পড়ে, ভিডিও দেখে সাঁতার শিখতে পারবেন না, গাড়ি চালাতে পারবেন না,
ঠিক তেমনি গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে- দিমাগ কি বাত্তি জালানা পারেগা
আর যা কিনা মেন্টরস খেয়ে পসিবল না। গ্রাফিক্স ডিজাইনে অন্তত না। আর পাশা পাশি উপরে যা বললাম, সেই মতো চালাকির সাথে অন্য দক্ষতা গুলি অর্জন করে কাজ করাটা শুনতে সহজ হলেও করতে গেলে ভিশন কঠিন। তবে প্রপার ভাবে যদি একজন ক্রিয়েটিভ ডিজাইনার হতে পারেন, তাহলে আপনার জন্য কর্ম ক্ষেত্র আছে অনলাইন, অফলাইন ও নানান কর্পোরেট লোকাল জব সেক্টর গুলিতে।
ডেভেলপমেন্টঃওয়েব
আর ওয়েবডেভেলপমেন্ট এর শাখা অনেক। হয়ত গ্রাফিক্স এর বেসিক ৩ মাসে শেখা গেলেউ যদি কেউ মনে করেন আমি তিন মাস সময় দিয়ে ওয়েব ডেভেলপার হয়ে অনলাইন কিংবা অফ্লাইনে কাজ করব, তবে বলি যে বা যারা আপনাকে এই ভুয়া আশা গুলি দিচ্ছেন তারা প্রতারক। ৩ মাসে আপনি জানতে পারবেন জিনিস টা কি, ক্ষেত্র গুলি কি।
![]() |
PIC |
হয়ত টুক টাক অংশের কাজ ও করতে পারবেন ভালো মতো, অনলাইনে দু একটা কাজ পেয়েও যেতে পারেন জেহতু এটাই অধিকাংশ ট্রেইনিং এর প্রধান উদ্দেশ্য। তবে এতো কম সময় আপনি চাইলেও মেলতে পারবেন না আপনার ডেভেলপমেন্ট এ পাখা
কারণ আপনি আসলে আকাশ টাকেই চেনেন নি ভালো ভাবে, উড়বেন কি ভাবে! এই জিনিসটাকে আমরা অনেকটাই নামাজের জন্য ওযু করার সাথে তুলনা করতে পারি। আপনি নিয়ত করে হাত মুখ ধুলেন। ওযু করলেন এটা নামাজের একটা অংশ পুর হল কিন্তু নামাজ পুরো টা না শেষ করলে আপনার ওযুর কিন্তু কোন মানেই থাকলো না।
ঠিক তেমনি আপনাকে জানতে হবে এর জায়গা গুলি, যা শিখছেন তা কি কাজে লাগাবেন, যেগুলি শিখেন নি তা কি, আর এর সেটার পরে কি শিখতে হবে তা আগে জানুন, কাজের সেক্টর গুলিতে কি কি কাজ আছে সেগুলি দেখুন। সেই তুলনায় আপনার ল্যাকিং কি তা জেনে লিস্ট করে শিখতে থাকুন।
পরামর্শঃ
আমার ধারনা মতে কম করে হলেউ ১ টা বছর যদি আপনি কোন প্রকার প্রগ্রামিং এ সময় না দেন, তাহলে প্রপার শিক্ষা টা হবেনা, তাই যাদের টাকা কামানোর খুব দরকার, তারা এই ৩ মাস নষ্ট না করে খুজে নিন কোন ডেস্ক জব কারণ অল্প বিদ্যা ভয়ংকরী তাই অল্প শিখে কাজ না পেয়ে আপনি হতাশ হবেন, সাথে হতাশ করবেন আরও ১০ জন কে! নষ্ট করবেন মার্কেট, আমাদের দেবেন গালি, গার্লফ্রেন্ড ছেড়ে যাবে, বাসা থেকে বের করে দিবে কুলাঙ্গার বোলে।
বর্তমান অবস্থাঃ
এবার বলি বর্তমান অবস্থা। আগে এমন ও দিন গ্যাছে, শুধু একটা অংশ করেই আপনি বড়লক্স হয়ে জেতে পারতেন। কিন্তু এখন দৃশ্য ভিন্ন। এখন আপনাকে এক সাথে অনেক কিছুই জানতে হবে। যেমন ওয়েব ডেভেলপার হতে গেলে জানতে হবে বেসিক টা খুউউউউব ভালো ভাবে যেমন এইচটিএমেল ও সিএসেস, সাথে জাভাস্ক্রিপ্ট বা জেকুয়েরি। সাথে সাথে জানতে হবে নানান সিএমেস প্ল্যাটফরম এ কাজ করার কৌশল।
সাথে জানতে হবে পিএইচপি এর বেসিক থেকে অ্যাডভানস কারণ ওয়েব প্রগ্রামিং এ এর খুবি ডিমান্ড। আমরা জাভা প্রগ্রামিং (জাভাস্ক্রিপ্ট না) দিয়েউ ওয়েব অ্যাপ্লিকেশান বানাতে পারি, কিন্তু তার জন্য আপনাকে জাভা শিখতে হবে বেশ ভালো সময় আর ডেডিকেশান নিয়ে।
অপরপক্ষে গ্রাফিক্স এর জন্য অনলাইন এর ভিডিও এবং প্রফেশনালস কোর্স ই যথেষ্ট বলে আমার বিশ্বাস। কারণ আমি নিজেউ ডিজাইনার প্রফেশন বেছে নিয়েছি (যদিও জানতে হয় সব কিছুই)।
যাই হোক, শুরু করতে হবে সৎ সাহস নিয়ে। ধানাই পানাই কিংবা অন্নের টা কপি করার টেন্ডেন্সি থাকলে আপনি এখুনি অফফ হয়ে জান কারণ লাইফ টা আপনার তাই পথটাউ আপনার ই হতে হবে!
No comments